সব
১৩ ডিসেম্বর নগরের ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ সিমেন্ট ক্রসিং (বড়বাড়ি)মহল্লা কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুক্রবার দুপুরে সিমেন্ট ক্রসিং মসজিদের সামনে অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিভিন্ন অভিযোগ জানিয়ে বক্তব্য রাখেন মহল্লা কমিটির উপদেষ্টা ও স্থানীয় বাসিন্দা মোঃমুনসুর আলী, মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রবিউল হাসান আল কাদেরী,কমিটির সদস্যর সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু,স্থানীয় বাসিন্দা ও শিক্ষা সংগঠক মোঃসেলিম উল্লাহ,ডাঃমোঃ আজগর আলী,মোঃকানন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন।
মাদক মুক্ত সমাজ গঠন-সুস্বাস্থ্যই বাঁচতে চাই এই শ্লোগান নিয়ে সমাজের অন্যায় প্রতিরোধে সবাই কে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় আহ্বান জানিয়েছেন।
এছাড়া এই মাদকের আগ্রাসন ও ইয়াবার আগ্রাসন রুখতে রাজনৈতিক দল,সামাজিক সংগঠন,প্রশাসনিক প্রতিষ্ঠান(পুলিশ,রেপিড এ্যাকশন, সেনাবাহিনী ও আনসার)কমিউনিটি পুলিশিং কমিটি,ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দরা এগিয়ে আসলে এই ঘৃণিত, নিন্দনীয় কর্মকান্ডের গডফাদারদের অবশ্যই প্রতিহত সহ নির্মূল করা সম্ভব হবে।
বিশেষ করে পুলিশ প্রশাসন সচেতন মহল কে সাথে নিয়ে কাজ করলে সমাজের অন্যায় এবং প্রকৃত অপরাধীদের দমন করা সম্ভব।
মন্তব্য