সব
১২ নভেম্বর(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ শিল্প এলাকায় গত ১০ নভেম্বর,সকাল আনুমানিক ৯.০০ টার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন চা-বোর্ডের বিপরীত পাশে আরএস ফ্যাক্টরির সামনে রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা ৫/৬ জন আসামি গাড়ির চালকের সামনে এসে উক্ত প্রতিষ্ঠান থেকে ১০০ কার্টনভর্তি ২০০০ প্যাকেট মেরিস সিগারেট ভ্যানগাড়িতে লোড করে ছিনিয়ে নিয়েছে।
ঘটনার দিন গাড়ির চালক মোহাম্মদ সিয়াম বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর এলাকার উদ্দেশ্য রওনা কালে সকাল আনুমানিক ৯.৩০ টার সময় কোনো কিছু বুঝে উঠার আগেই আসামিদের হাতে থাকা টিপছুরি দিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে তার ভ্যানগাড়ির চাবিসহ গাড়িতে থাকা সিগারেট তাদেরকে দিয়ে দিতে বলে।
চালক তাদের কথায় সায় না দিলে একজন আসামির হাতে থাকা টিপছুরি দিয়ে তার বাম পায়ের রানে আঘাত করে এবং অন্যরা তাকে উপরে তুলে আছাড় মেরে ফেলে দেয়।এতে চালকের মাথা ফেটে যায়।একপর্যায়ে আসামিরা ভ্যানগাড়িতে থাকা ১০০ কার্টন মেরিস সিগারেট জোরপূর্বক ছিনিয়ে নেয়।
বাদী কাছ থেকে সংবাদ পেয়ে বায়েজিদ বোস্তামী থানার একটি টহল টিম ও অভিযানিক টিম পশ্চিম শহীদনগর এলাকায় ১২ নভেম্বর ভোর ৫টায় অভিযানে বাদীর লুণ্ঠিত ৭২ কার্টনভর্তি ১৪৪০ প্যাকেট মেরিস সিগারেট উদ্ধার করে।
এসময় শহীদ নগর এলাকার ভবাকঘোনার একটি ভাড়াবাসায থেকে আসামি ১)মোঃইউসুফ(২৬)ও ২) রবিউল হাসান প্রঃরবিন(২২)-কে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া উক্ত ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানা পুলিশের ডিউটি অফিসার।
মন্তব্য