সব
তালা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়ান টিভির সাংবাদিক শামীম খানের একমাত্র ছেলে সাফওয়ান খান(আরদি)এর বয়স ১বৎসর পুর্তি উপলক্ষে প্রথম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার(০২ মার্চ )তালা উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বারুইহাটি গ্রামে নিজস্ব বাসভবনে পারিবারিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সাফওয়ান খান(আরদি) এর জন্মদিন পালন করা হয়েছে।
মহান সৃষ্টিকর্তার রহমতে ২০২৪ সালের ০২ মার্চ আজকের এই দিনে খুলনা গাজী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সাংবাদিক শামীম খান ও মোছাঃলিমা দম্পত্তির একমাত্র ছেলে সাফওয়ান খান(আরদি)জন্ম হয়।জন্মের পরেই লিমা তার ছেলের নাম রাখেন সাফওয়ান খান(আরদি)।কিন্তু দুঃখের বিষয় সাফওয়ান খান জন্ম হওয়ার ৭ দিন পর অর্থাৎ ১০ মার্চ দুপুরে হৃদরোগের কারণে লিমা মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান রাব্বুল আল-আমিন যেন মরহুমের ভুলত্রুটি মার্জনা করে তাকে বেহেশত নসিব করেন এই প্রার্থনা করেন সাংবাদিক শামীম খান।সেই সাথে তার একমাত্র ছেলের জন্মদিনে সকলের নিকট দোয়া চেয়েছেন,সাফওয়ান খান বড় হয়ে যেনো সকলের মুখ উজ্জ্বল করতে পারে এবং দেশের সেবায় নিয়োজিত থাকতে পারে।
মন্তব্য