সব
৪ফেব্রুয়ারি সিডিএফএ মেয়র কাপ(অ-১৩)একাডেমি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ হবে শীঘ্রই,সেই লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়ামস্থ প্রেস কনফারেন্স হলে ২৬ টি একাডেমি নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ফরম বিতরণ কার্যক্রম শুরু এবং জমা দেয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টা পর্যন্ত।বাফুফের ২৬ টি নিবন্ধিত একাডেমি কে ৬ গ্রুপে ভাগ করে ৮ সেরা টিম নিয়ে কোয়ার্টার, সেমিফাইনাল এবং ফাইনাল খেলা দিয়ে শেষ হবে ২০২৫ এর আসরটি।
সভায় সর্বসম্মতিক্রমে টুর্নামেন্টের নাম করণ,খেলোয়াড় বাছাই ও চূড়ান্ত ভাবে খেলা শুরুর বিষয়ে তথ্য জানিয়ে বক্তব্য রাখেন সিডিএফ সভাপতি এ কে এম শহীদুল ইসলাম,সহ-সভাপতি ও সাবেক জাতীয় কোচ মোঃ নজরুল ইসলাম রেজু,জেনারেল সেক্রেটারি আ ন ম ওয়াহিদ দুলাল,যুগ্ম সম্পাদক মোঃসালাউদ্দিন জাহিদ, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহাবুব আলম,খেলোয়াড় বাছাই কমিটির সদস্য সচিব ও সিজেকেএস কার্যনির্বাহী কমিটির সদস্য মাহামুদুর রহমান (মাহবুব)।
এসময় অন্যান্যের মধ্যে ক্রীড়া সংগঠক মুহাম্মদ আবু সাঈদ,মুক্তিযোদ্ধা সন্তান ও সংগঠক সরোয়ার আলম মনি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পরিচালক মোঃহারুন উর রশীদ, সিডিএফ সদস্য মোঃজহিরুল ইসলাম,ফুটবল কোচ শামসুদ্দিন,হায়দার কবির প্রিন্স,মোঃআকবর হোসেন, নেজামত উদ্দীন(নেজাম),স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,কোচ আনিসুর রহমান,মোঃফরিদ উদ্দিন,সংগঠক মোঃবাহার উদ্দিন, মোঃবাদশা,সাহাবুদ্দিন সহ বিভিন্ন একাডেমির দায়িত্বশীল প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।সিডিএফএ নেতৃবৃন্দ অংশগ্রহণকারী সকল দল সমূহ কে প্রস্তুতি নিতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।ফরম জমার দেওয়ার পর লটারির মাধ্যমে গ্রুপ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সিডিএফএ সাধারণ সম্পাদক মোঃআ, ন,ম ওয়াহিদ দুলাল।
মন্তব্য