সব
০৪ডিসেম্বর নগরীর উত্তর পতেঙ্গাস্থ কাঠগড়ে পতেঙ্গা থা্না বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র ৪ডিসেম্বর,বুধবার সন্ধ্যায় বিভিন্ন কর্মসূচির গ্রহনার্থে জরুরী প্রস্ততিসভায় বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃসাহাবুদ্দিন।
আাগামী ০৬ডিসেম্বর,শুক্রবার বিকেলে ভারতীয় আগ্রারন ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং শহীদ ওয়াসিম উদ্দিন চত্তর (এম.এ আজিজ উদ্যান)বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৬ডিসেম্বর বিজয় দিবসে শ্রর্ধা নিবেদন,আলোচনা সভা এবংবিএনপির ই্উনিট,ওয়ার্ড-থানা কমিটি পূর্ণগঠন, আগামী জাতীয় নির্বাচন ও৩১দফা নিয়ে নেতা-কর্মীদের দিকনির্দশনা মূলক কার্যক্রম চলমান করন।প্রস্ততিসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির সাবেক সহ-সভাপতি,শ্রমিক নেতা মোঃআবু জাফর,বিএনপি নেতা মোঃহারুন কোম্পানী,মোঃলোকমান কনর্ট্রাঃ, গিয়াস উদ্দিন,
৪০নং ওয়াড বিএনপির সাবেক সাঃস্পাদক-মোঃমন্জুর কাদের,সাইফুল ইসলাম,সারোয়ার কামাল চৌধুরী, মোঃহাকিম,যুবদলের মোঃইকবাল হোসেন,স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃমালেক ফারুকী,শ্রমিক দলের মোঃওসমান গনি,ছাত্রদলের মোঃইকবাল সহ বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,কৃষকদল,শ্রমিকদলওঅঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য