রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র, ১৪৩১
শিরোনাম:
দুই পক্ষের রোষানলে মুখ থুবড়ে পড়েছে সেবামূলক প্রতিষ্ঠান সিএইচসিপি… চট্টগ্রামে আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন-অবস্থান কর্মসূচি:যোগ্যতার ভিত্তিতে আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব বিভাগের আওতায় আনা হোক দীর্ঘ ১৭বছর পর ইপিজেডে জামায়েত ইসলামির কর্মী সমাবেশ অনুষ্ঠিত… দক্ষিণ হালিশহরের আকমল আলী রোডে ওয়াসার ভ্রাম্যমাণ আদালতের অভিযান:দীর্ঘদিন যাবত দিন পানি সংকটের অভিযোগ ভালোবাসার উপহার নিয়ে ছুটেচলা… চট্টগ্রামের বৈষম্যের শিকার সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত… চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের পদত্যাগ সাধারণ ব্যবসায়ীরা পরিবারতন্ত্র মুক্ত চেম্বার চাই… হজরত আলীর কর্মকান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ…. সার্ফ অনুর্ধ্ব-২০ফুটবল জয়ী দলের সহকারী কোচ মিন্টুর সংবর্ধনা অনুষ্ঠিত… বাকলিয়ায় বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ… রাউজানের জাফর চেয়ারম্যান হত্যাকাণ্ড‘ফজলে করিমের নির্দেশে অপহরণ করেন জিয়াউল আহসান প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন… কোটালীপাড়ায় সাংবাদিককে মেরে ফেলার হুমকি দিলেন আওয়ামী লীগ নেতা… দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি কে বল উপহার… পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হিউম্যান এইডের যৌথ উদ্যোগে বানভাসির জন্য ত্রাণ বিতরণ শুরু… বন্দরটিলায় জাল টাকার নোট সহ একজন আটক… ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মিডিয়া অফিসে হামলার প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন… ইতিহাসের প্রথম ৬২ বছর পর চট্টগ্রাম প্রেসক্লাবে তালা লাগিয়েছেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য। চট্টগ্রামে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য আন্দোলনের মুখে তাৎক্ষনিক বদলি চট্টগ্রাম ডিসি। প্রবল বর্ষণ:২দিন টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সড়কে পানির স্রোত এবং তীব্র জলাবদ্ধতা সৃষ্টি  কোটালী পাড়ায় বাংলাদেশ জাতীয়তা বাদী সেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত.. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে ইপিজেডে বৃক্ষরোপণ  চট্টগ্রামে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান স্মৃতি দাবায় খিজির চ্যাম্পিয়ন,সাকের উল্লাহ রানার্সআপ কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা…  ইপিজেড মোড়ে গার্মেন্টস শ্রমিক সংহতি ও গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত.. মুজিব-আওয়ামীদের নাম ব্যবহার করে ভূয়াদের আর কোন অনুষ্ঠান করতে দেয়া হবে না:কঠোর হুঁশিয়ারি ইপিজেড বিএনপির ১৫ আগষ্ট:উত্তর পতেঙ্গা কাঠগড় মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি পালন… কোটালীপাড় ১৫ ই আগস্টকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করা হয়েছে… ইপিজেড মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি:আওয়ামী নাশকতাকারী ও ফ্যাসিবাদীদের প্রতিরোধের ডাক..

হামলাকারী ইউপি সদস্যকে গ্রেফতার করতে সাংবাদিকদের আল্টিমেটাম, দায়িত্বে অবহেলা করলেই কঠোর আন্দোলন।

বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ আপডেটঃ শুক্রবার, ২১ জুন, ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ণ 45 বার পড়া হয়েছে

দুর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে ভয় ভীতি প্রদর্শনপূর্বক সাংবাদিকের স্বাধীনতা হরণ,হামলা,মামলা ও নারীর শ্লীলতাহানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী ইউপি সদস্য মোঃআনোয়ারুল ইসলামসহ তার সহকর্মীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা(চসাস)ও চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ করেছে।বৃহস্পতিবার(২০জুন) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

চসাস সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে ও রাজীব দাস তুষারের সঞ্চালনায় আন্দোলনকারী সাংবাদিকরা হামলাকারী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানান।বাঁশখালী থানা পুলিশ ভুক্তভোগীর পক্ষে বারবার মামলা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও মামলা না নেওয়ায় আন্দোলনরত সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।তারা বলেন,মামলা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সময় অতিবাহিত করা হয়েছে।

এমনটা উচিত নয়।যদি আগামী শুক্রবারের মধ্যে থানা পুলিশ মামলা না নেয় তাহলে আমরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার,চট্টগ্রাম জেলা প্রশাসক এবং চট্টগ্রাম পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করব।সেই সাথে মামলা নেয়ার কথা বলে সময় বিলম্বের কারণে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা আদালতে মামলা করব।কে কোথায় অনিয়ম করছে আমাদের সব জানা আছে।প্রয়োজনে আমরা থলের বিড়াল খুঁজে বের করব।

চসাস সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন,বাঁশখালী উপজেলার ৩নং খান খানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন হায়দারের চাল চুরির দুর্নীতি গণমাধ্যমে প্রকাশ করায় সাংবাদিক গাজী গোফরানের বড় ভাই মোঃবোরহান উদ্দিনের উপর অভিযুক্ত ইউপি সদস্য চেয়ারম্যানের নির্দেশে হামলা করে।এমনকি সাংবাদিকের মায়ের শাড়ি ধরে টানা হেচড়া করে।উল্টো তিনিই আবার টাকা ও মদদদাতাদের সুপারিশে সরকারি কাজে বাধার অভিযোগ তুলে ভুক্তভোগীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে।যা ইউপি সদস্য নিজে তার ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেছেন। এমন অন্যায় হতে দেয়া যায় না। আমরা এই অপরাধের শাস্তি চাই। আমরা একদিনের আল্টিমেটাম দিলাম।যদি এই অপরাধীকে গ্রেপ্তার করা না হয় আমরা বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামব।ভুক্তভোগী পরিবারের পক্ষে সাংবাদিক গাজী গোফরান বলেন,তাদের দুর্নীতির সংবাদ প্রকাশের পরের দিন আমার ভাই বাজারে যাওয়ার সময় ওই ইউপি সদস্য তার পথ আটকে দেয়।জানতে চান,তোর ভাই কেন চেয়ারম্যানের বিরুদ্ধে নিউজ করেছে।আমার বড় ভাই এ বিষয়ে আমার সাথে কথা বলতে বললেই,তাকে বেধরক থাপ্পড় ও কিল ঘুষি মারতে থাকে।একপর্যায়ে আত্ম রক্ষার্থে আমার ভাই ছুটাছুটি করলে তার গালে থাপ্পড় লাগে।আমার মতে, নিজেকে আত্মরক্ষা করা দোষের না। সবাই বাঁচতে চায়।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,চসাস’র অন্যতম সংগঠক প্রণবরাজ বড়ুয়া,যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবকন্ঠ প্রতিনিধি ওমর ফারুক,সহ-সাংগঠনিক পলাশ কান্তি নাথ,অনুষ্ঠান সম্পাদক ঈসা মোহাম্মদ, বাংলাদেশ কৃষক আম জনতার মহাসচিব সাংবাদিক মনজুরুল আলম, দৈনিক জনবাণী প্রতিনিধি আইয়ুব মিয়াজী,সাংবাদিক মোঃজাহিদুল ইসলাম,চসাস সদস্য জিয়াউল ইসলাম জিয়া,সদস্য সেলিম রেজা,ক্রাইম রিপোর্টার আব্দুল মোমিন,কবি অভিলাষ মাহমুদ,সংগঠক মীর বরকত হোসেন,সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, হাফেজ আহমেদ,সাংবাদিক আব্দুল সাত্তার টিটু,চসাস সদস্য জাহাঙ্গীর আলম,চসাস সদস্য মোঃআতিকুর গোলদার,মোঃজামশেদ ও মোঃসাজ্জাদ।

উল্লেখ্য,বাঁশখালী উপজেলার জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল সঠিকভাবে বন্টন করা হচ্ছে কিনা তা দেখতে গত ১২ জুন সকালে খানখানাবাদ ইউনিয়ন পরিষদে যান চট্টগ্রাম বাঁশখালী ১৬ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি। যেখানে ইউনিয়ন পরিষদের ব্যাপক অনিয়ম ধরা পড়ে।এই অনিয়মের তথ্য পেয়ে গত ১৩ জুন সংবাদ প্রকাশ করে সরকার নিবন্ধিত জেএ টিভি প্রতিনিধি সাংবাদিক গাজী গোফরান।

উক্ত সংবাদ প্রকাশের জের ধরে গত শুক্রবার(১৪ জুন)সন্ধ্যায় খানখানাবাদ জেলেপাড়া বাজার এলাকায় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম ও তার সহযোগী সন্ত্রাসীরা মিলে গাজী গোফরানের বড় ভাই মোঃবোরহান উদ্দিনের উপর হামলা করে।এমনকি ঘন্টা দুইয়ের ব্যবধানে পুরুষ শূন্য বাড়িতে প্রবেশ করে নিরুপায় নারীদের শাড়ি ধরে টানা হেচড়া করে ওই ইউপি সদস্য ও তার লোকজন।কিন্তু এ ঘটনাকে ভিন্ন দিকে প্রভাবিত করতে সরকারি কাজে বাঁধা দেওয়ার মিথ্যা অভিযোগ এনে উল্টো ওই ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।পরে আবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নানা জনের তদবিরে রচিত মামলার কথাও স্বীকার করেন ওই ইউপি সদস্য।দাবি করেন, আরেকটু সময় পেলে অবস্থা খারাপ হতো।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Admin

আপলোডকারীর সব সংবাদ